২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আ’লীগের ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আ’লীগের ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা - ছবি : নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির পার্টি অফিসে (দলীয় কার্যালয়ে) অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগের ৫৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো: মেহেদী মাসুদ। এর আগে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসারব হোসেন রোববার রাতে রাণীনগর থানায় এজাহার দায়ের করেন।

এজাহারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। একইসাথে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ৫০-৬০ জনকে।

ওসি মেহেদী মাসুদ বলেন, বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৫৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০-৬০ জনের নামে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শনিবার (২৪ আগস্ট) রাতের অন্ধকারে উপজেলা বাসট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির পার্টি অফিসে (দলীয় কার্যালয়) অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা তাদের পার্টি অফিসে অগ্নিসংযোগ করেছে বলে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রোববার ২৫ আগস্ট সকালে উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর প্রায় ১৫ বছর পর রাণীনগর উপজেলায় একসাথে ৫৬ জন আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে।

রাণীনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশারফ হোসেন জানান, আমরা শনিবার দলীয় কার্যক্রম শেষে পার্টি অফিসে তালা দিয়ে চলে যাই। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলবদ্ধ হয়ে লোহার রড, পাইপ ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পার্টি অফিসে এসে এক নম্বর আসামির হুকুমে ২ ও ৩ নম্বর আসামি দুটি ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে। এরপর পার্টি অফিসে ঢুকে চেয়ার, টেবিল ও টিভিসহ আসবারপত্র ভাঙচুর করে। একইসাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক জিয়ার ছবি এবং জাতীয় ও দলীয় পতাকায় আগুন লাগিয়ে দেয়। এতে পার্টি অফিসে থাকা বেশ কয়েকটি ছবি, ব্যানার এবং প্রযোজনীয় কাগজপত্র পুড়ে গেছে। এছাড়া তারা যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীদের হুমকি দিয়ে যায়।

তিনি আরো জানান, আমরা ধারনা করছি শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী সন্ত্রাসীরা তাদের অবস্থান জানান দিতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা চেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা করেছি।


আরো সংবাদ



premium cement