২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘ছাত্র আন্দোলনের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

- ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদের জাতীয় বীর আখ্যা দিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা মুক্তিযোদ্ধা, এবার যারা আন্দোলন করে দেশ স্বাধীন করল তারা স্বাধীনতা যোদ্ধা। তাদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বার স্বাধীন হতে পারলাম। এই জাতির ইতিহাসে তাদের অবদান স্বর্ণ অক্ষরে লিখে রাখতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে এই স্বাধীনতা যোদ্ধাদেরকে জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিতে হবে।’

সোমবার সকালে উল্লাপাড়া কামিল মাদরাসা মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উপজেলা শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ, আহত ব্যক্তিদের জন্য দোয়া এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতের এই নেতা বলেন, ‘ছাত্রদের এই আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচার ঘোষিটি বেগমের বিদায় হয়। ছাত্রদের উদ্দেশ্য করে বলেন, তোমরা যে স্বাধীনতা অর্জন করেছ তা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। এখনো একটি বিশেষ মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। এজন্য ছাত্র সমাজকে আরো সজাগ থাকবে হবে।’

তিনি আরো বলেন, ‘ছাত্রদেরকে এখন পড়াশোনায় মনোযোগী হতে হবে। যোগ্যতা ও সততার মধ্যেমে দেশ পরিচালনার কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে।’

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উল্লাপাড়া উপজেলা উওর শাখার সভাপতি মোস্তফা সাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাও শাহিনুর আলম, উল্লাপাড়া উপজেলার আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, শিবিরের জেলা সভাপতি আলহাজ উদ্দিন, সেক্রেটারি আব্দুল আজিজ, অফিস সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।


আরো সংবাদ



premium cement