আলেমসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে : রফিকুল ইসলাম খান
- মো: জাকিরুল হাসান জিন্নাহ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
- ২৫ আগস্ট ২০২৪, ১৫:৩৭
আলেমসমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। রোববার উল্লাপাড়া কামিল মাদরাসা মাঠে উল্লাপাড়া ওলামা মাশায়েখ কমিটির আয়োজনে ওলামা মাশায়েখ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, সমাজ থেকে মাদক দুর্নীতি, চাদাবাজ নিরসনে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সমাজ থেকে অন্যায় নির্মূলে আগে থেকেই আলেমদের ভূমিকা আছে। আবারো সমাজ গঠনে আলেমদের ভূমিকা রাখতে হবে। কওমি, আলিয়া, আহলে হাদিস হানাফি মতভেদের উর্ধ্বে উঠে দ্বিনের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের শরিয়াহ বোর্ডের সেক্রেটারি অধ্যাপক ড. মো: আব্দুস সামাদ, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহিনুর আলম, জেলা জামায়াতের নায়েবে আমির ড. আব্দুস সালাম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলী, সাবেক আমির ড. নজরুল ইসলাম।