পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.শাহ আজম
- সিরাজগঞ্জ প্রতিনিধি
- ২২ আগস্ট ২০২৪, ১৮:৫২
আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: শাহ আজম।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
এর আগে, ভিসির পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে শাহজাদপুরের কান্দাপাড়াস্থ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভিসির অফিসের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রবেশ ফটকে তালা ঝুলিয়ে আমরণ অনশন শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনশনরত শিক্ষার্থী হৃদয় সরকার, জাহিদ হাসান, হাবিবুর রহমান হাবিব, মো: সাব্বির রহমান জানান, ২০২১ সালের ৭ ডিসেম্বরে ভিসি হিসেবে প্রফেসর ড. মো: শাহ আজম এ বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ না দেখে নানা ধরনের লুটপাটের সাথে জড়িয়ে পড়েন। এমনকি তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগের অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে থাকেন। গত তিন দিন ধরে শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবি জানিয়ে আন্দোলন করে এলেও ভিসি তা কর্ণপাত না করলে বৃহস্পতিবার থেকে এই আমরণ অনশন শুরু হয়।
ভিসির পদত্যাগের খবর শুনে বৃহস্পতিবার বিকেলে আনন্দ মিছিল করে শিক্ষার্থীরা।