রাজশাহীতে শপিংব্যাগ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
- রাজশাহী ব্যুরো ও দুর্গাপুর সংবাদদাতা
- ১৫ আগস্ট ২০২৪, ১৯:৫৪
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় রাস্তার পাশে পড়ে থাকা শপিং ব্যাগ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) উপজেলার নওপাড়া ইউনিয়নের তোতাপাড়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির মধ্যে একটি রিভলবার, তিনটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগাজিন, পিস্তলের ২৮টি গুলি ও শটগানের সাতটি গুলি রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করার সময় নওপাড়া ইউনিয়নের তোতাপাড়া কালভার্টের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি নীল প্লাস্টিকের ব্যাগ দেখতে পেয়ে থানায় খবর দেন।
পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে ব্যাগটি খোলেন। তারা ব্যাগের ভেতর এসব অস্ত্র ও গুলি দেখতে পান। এরপর এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে থানায় নেয়া হয়।
অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে এর মালিককে খুঁজে পাওয়া যায়নি। এগুলো কীভাবে ব্রিজের নিচে এল তা তদন্ত করে দেখা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা