২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মান্দায় বিএনপির এক কর্মীকে পিটিয়ে হত্যা

মান্দায় বিএনপির এক কর্মীকে পিটিয়ে হত্যা - প্রতীকী ছবি

নওগাঁর মান্দায় বিএনপির এক কর্মী বয়োবৃদ্ধ রমজান আলীকে (৭০) পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা।

রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার পরানপুর ইউপির সোনাপুর ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে।

নিহত রমজান আলী সোনাপুর ফকিরপাড়া গ্রামের বাসিন্দা ও পরানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ছেলে সামছুল ইসলাম বলেন, ‘আমার বাবা রমজান আলী বিএনপির কর্মী ছিলেন। এ নিয়ে প্রতিবেশী আওয়ামী লীগের কর্মী আমিনুল ইসলাম, আবুল কালাম ও আবদুর রাজ্জাকের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রোববার দুপুরে সামান্য বিষয় নিয়ে প্রতিপক্ষ আওয়ামী লীগের কর্মী সন্ত্রাসী আমিনুল ইসলামের নেতৃত্বে আবুল কালাম ও আবদুর রাজ্জাক আমার বাবাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। আমি আওয়ামী সন্ত্রাসী বাহিনীর দ্রুত গ্রেফতার ও উপযুক্ত বিচার দাবি করছি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, সংবাদ পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গ্রাম পুলিশের সহায়তায় নিহত রমজান আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও তারা দাবি করেন।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement
কুমিল্লা সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ

সকল