বড়াইগ্রামে দেড় যুগ পরে জামায়াতের প্রকাশ্য সমাবেশ
- বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
- ১১ আগস্ট ২০২৪, ২১:০৫
নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় দীর্ঘ ১৮ বছর পর প্রকাশ্যে সমাবেশ করল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় শহরের লক্ষ্ণীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করে পৌর জামায়াত।
এ শুকরানা সমাবেশে হাজারো নেতাকর্মীর ঢল নামে। প্রকাশ্যে সমাবেশ করতে পেরে জামায়াত নেতাকর্মীদের উচ্চ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৪টা থেকে জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন যানবাহন ও পায়ে হেঁটে সমাবেশস্থলে আসতে থাকেন। বেলা সাড়ে ৪টার মধ্যে সমাবেশ স্থল পূর্ণ হয়ে যায়।
জামায়াত নেতারা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সব সম্পদ আমাদের পবিত্র আমানত। সব সম্প্রদায়ের মানুষ আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আমাদের।
তারা সরকারের উদ্দেশে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে চালানো গণহত্যার বিচার করতে হবে। বিগত সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা যারা পাচার করেছে, তাদেরকে শনাক্ত করে বিচার করতে হবে। আয়নাঘরের কুশীলব কারা তাদের খুঁজে বের করে বিচার করতে হবে। এ সময় এলাকায় যে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তাদেরকে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বড়াইগ্রাম পৌর জামায়াতের আমির আলমাছ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসাবে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল হাকিম, উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, নায়েবে আমির মাস্টার আব্বাস আলী, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা হাশেম আলী মীর, বনপাড়া পৌর জামায়াতের আমির জিয়াউর রহমান জুয়েল, সাবেক ছাত্রনেতা অধ্যাপক আবু সাঈদ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন, রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ডা. রাশেদুল ইসলাম ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলাম বক্তব্য রাখেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা