২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আন্দোলনে আত্রাইয়ের নিহত ২ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

আন্দোলনে আত্রাইয়ের নিহত ২ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান - ছবি : নয়া দিগন্ত

কোটা সংস্কার আন্দোলনে নওগাঁর আত্রাই উপজেলার নিহত দুই পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার (১১ আগস্ট) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দুই পরিবারকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় বাংলাদেশ জামায়তে ইসলামীর নওগাঁ পূর্ব জেলা আমীর খন্দকার আ: রাকিব, জেলা যুব বিভাগ সভাপতি আবু সিহাব, আত্রাই থানা আমীর ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম, থানা সেক্রেটারি আসাদুল্লাহ আল গালিব, ওলামা বিভাগের সভাপতি আ: খালেক, থানা যুব বিভাগের সভাপতি এনামুল হকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিহতদের পারিবারিক সূত্র জানায়, কোটা সংস্কার আন্দোলনে গত ১৮ জুলাই টঙ্গীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মেধাবী শিক্ষার্থী শেখ ফাহমিন জাফর। তিনি টুঙ্গী সরকারী কলেজের এইচএসসিতে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। ফাহমিন নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের তারাটিয়া গ্রামের শেখ আবু জাফর বাদশার ছেলে। এছাড়া গত ৫ আগস্ট ঢাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে শাকিল আনোয়ার নামের আরো একজন নিহত হন। নিহত শাখিল আনোয়ার নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের শ্রীধর গুড়নই গ্রামের আবেদ আলীর ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরি করতেন বলে জানিয়েছেন শাকিলের বাবা আবেদন আলী।


আরো সংবাদ



premium cement