২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাণীনগরে নৌকা ডুবে নিহত ২,আহত ২

রাণীনগরে নৌকা ডুবে নিহত ২,আহত ২ - ছবি : নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে নৌকা ডুবে দু’জন নিহত হয়েছে। এ সময় আরো দুইজন আহত হয়েছে। আহতদের রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার রক্তদহ বিলের রমজান আলীর ঘাটের অদূরে এ ঘটনা ঘটে।

নিহত তামান্না রাণীনগর উপজেলার উত্তর রাজাপুর গ্রামের এমদাদুল হকের মেয়ে এবং রিফাত নওগাঁ সদর উপজেলার চুন্ডিপুর ভোঁপাড়া গ্রামের হেলাল উদ্দীনের ছেলে।

এছাড়া হাসপাতালে ভর্তি আহতরা হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার তারাপুর গ্রামের মৃদুল ও একউ উপজেলার দমদমা গ্রামের দুলালী বিবি (৩৫)।

হাসপাতালে ভর্তি আহত মৃদুল (২৬) জানান, শনিবার রাণীনগর উপজেলার উত্তর রাজাপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। রোববার দুপুরে গোসলের আগে রমজানের ঘাটে দুইটি ডিঙ্গি নৌকায় চরে প্রায় ১২-১৩ জন বিলের মধ্যে যাচ্ছিলেন। এ সময় ঘাটের অদূরে যেতেই নৌকা ডুবে যায়। এতে তামান্না (১২), রিফাত(১৫), আয়েশা বিবি (২৪) ও মৃদুলসহ সবাই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে তামান্না ও রিফাতকে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

রাণীনগর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আতাউর রহমান জানান, নৌকাডুবির ঘটনায় চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এরমধ্যে দুজন হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছেন এবং আরো দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে নিহত দুইজনের লাশ পরিবারের স্বজনরা নিয়ে গেছেন বলে জানিয়েছেন এই চিকিৎসক।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, নৌকা ডুবে হতাহতের ঘটনার কথা শুনেছি।


আরো সংবাদ



premium cement
কুমিল্লা সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ

সকল