২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সরকার পতনের পর রাজশাহীতে লুট হওয়া মালামাল উদ্ধারে মাঠে সেনাবাহিনী

সরকার পতনের পর রাজশাহীতে লুট হওয়া মালামাল উদ্ধারে মাঠে সেনাবাহিনী - ছবি : নয়া দিগন্ত

আ’লীগ সরকারের পতনের দিন রাজশাহীর বিভিন্ন স্থানে লুট হয়ে যাওয়া মালামাল উদ্ধারে মাঠে কাজ শুরু করেছে সেনাবাহিনীর সদস্যরা। এ কাজে সহযোগিতা করছেন শিক্ষার্থী ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। লুট হওয়া বিভিন্ন ধরনের বেশকিছু মালামাল এরই মধ্যে উদ্ধার হয়েছে।

শনিবার (১০ আগস্ট) রাজশাহী নগরীর কোর্ট বুলনপুর এলাকায় লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চালানো হয়।

সকাল থেকেই হ্যান্ড মাইক নিয়ে বুলনপুর এলাকা ঘুরে ঘুরে সরকারি স্থাপনা থেকে লুটকৃত মূল্যবান মালামাল ফিরিয়ে দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তারা। এরপর তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে লোকজন দুপুরের পর থেকে লুটকৃত মালামাল ফেরত দিতে শুরু করে।

এই এলাকার পাশেই আইটি পার্ক। ঘটনার দিন সেখানে লুটপাট চালানো হয়। কেউ কোনোভাবে বাধা না দেয়ায় ভাঙচুরের পর যে যেখানে যা পান লুট করে নিয়ে যান। এতে রাষ্ট্রীয় এই স্থাপনার অনেক মূল্যবান জিনিসপত্র খোয়া যায়। শনিবার বিকেল পর্যন্ত প্রায় অর্ধেকের কাছাকাছি লুটপাট করা সেই সব মালামাল উদ্ধার করা সম্ভব হয়। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এগুলো তালিকা করা হচ্ছে। যারা জিনিসপত্র ফেরত দিচ্ছেন তাদের নাম-পরিচয় গোপন রাখা হচ্ছে। জমা দেয়ার পর যাচাই-বাছাই শেষে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে হস্তান্তর করা হবে বলে জানানো হয়।

লুটকৃত মালামাল উদ্ধার অভিযান পরিচালনাকালে সেনাবাহিনীর দায়িত্বরত মেজর মোবাশ্বির হোসেন খান সাংবাদিকদের জানান, লুটপাট করা মালামাল উদ্ধারে অভিযান চলছে। এরই মধ্যে বেশ কিছু মামামাল উদ্ধার হয়েছে। বাকিগুলোও উদ্ধার হবে বলে আশা করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট মালামাল স্ব স্ব প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে। পর্যায়ক্রমে অন্য এলাকায় এই কার্যক্রম চলবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
গণমাধ্যমের ওপর হামলা সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টার প্রেস সচিব জাপানে রকেট পরীক্ষাস্থলে ভয়াবহ আগুন সিলেটে ইউপি চেয়ারম্যানসহ আটক ৩ আদানির সাথে বিদ্যুৎ চুক্তি : হাইকোর্টের লিখিত আদেশ প্রকাশ কুমিল্লা সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন

সকল