জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল এবার আ’লীগকে করা হোক : দুলু
- নাটোর প্রতিনিধি
- ০৮ আগস্ট ২০২৪, ১৮:২২
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার দেশ ত্যাগের মধ্য দিয়ে নতুন স্বাধীনতায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল এবার আ’লীগকে করা হোক।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে আওয়ামী লীগের সমাবেশস্থল হিসেবে সবসময় পরিচিত নাটোর শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ডে দীর্ঘ ১৮ বছর পর আয়োজিত প্রকাশ্য জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এ আহ্বান জানান।
তিনি বলেন, দেশ আওয়ামী লীগ মুক্ত। বাংলাদেশে আবার দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। প্রথম স্বাধীনতার সময় বিরোধীতার জন্য তখন জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা হয়েছিল। তাহলে এই দ্বিতীয় স্বাধীনতার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শত শত মানুষকে হত্যা করা হয়েছে, গুলি করে আন্দোলনকারীদের রক্তাক্ত করা হয়েছে। এই হত্যার জন্য আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
দুলু এ সময় আরো বলেন, আওয়ামী লীগ চার বার বিনা ভোটে সারাদেশে এমপি বানিয়েছিল। বিনা ভোটের এসব এমপিরা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছে। এখনো তাদের বাসায় গাড়িতে বস্তা বস্তা টাকা পাওয়া যাচ্ছে। সাধারণ ছাত্র-জনতার আন্দোলেন এসব দুর্নীতিবাজ এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়েছে। দেশের মানুষ আবার স্বাধীনতা পেয়েছে।
দুলু বলেন, নাটোরের মানুষকে নিয়ে উন্নয়ন ও রাজনীতি করাই আমার অপরাধ। তাই আমার বিরুদ্ধে তাদের এত আক্রোশ। তিনি ধৈর্যের সাথে সবাইকে পরিস্থিতি মোকাবেলা করে আগামী দিনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের সরকার গঠনের আহ্বানও জানান তিনি। বিএনপি নেতাকর্মীদের ধৈর্যের সাথে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করা ও এলাকার পরিবেশ ভালো রাখার জন্য ভুমিকা রাখতে আহ্বান জানান। কোনো মন্দির ও সংখ্যালোঘুর বাড়িতে যেন কেউ হামলা করতে না পারে সেদিকে সর্তক থাকার জন্য নেতাকর্মীদের নিদের্শ দেন।
জেলা বিএনপির জেলা আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব রহিম নেওয়াজ, নির্বাহী পরিষদের সদস্য সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, দুলুর সহধর্মীনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবিনা ইয়াসমিন ছবি, ফরহাদ আলী দেওয়ান শাহিন, কাজী শাহ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, পৌরবিএনপির সভাপতি এমদাদুল হক আল মামুন ও সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা