২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিরাজগঞ্জে জামায়াতের শোকরানা মিছিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জামায়াতের শোকরানা মিছিল অনুষ্ঠিত - ছবি : নয়া দিগন্ত

দীর্ঘ এক যুগ পর বাধাহীনভাবে সিরাজগঞ্জ শহরে শোকরানা মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শাখা।

মঙ্গলবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শহরের দরগাপট্রির জেলা জামায়াত কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহর প্রদিক্ষণ করে।

এ সময় হাজার হাজার জামায়াত কর্মী মিছিলে অংশ নেয়। মিছিলে গগণ বিদারী শ্লোগানে শ্লোগানে শহর প্রকম্পিত হতে থাকে।
দীর্ঘদিন পর শহরে জামায়াতের বিশাল মিছিল সর্বস্থরের মানুষের নজর কাড়ে। এতবড় মিছিল দেখে উৎসুক জনতা হাত উচিয়ে অভিবাদন জানায় কেউবা হাততালি দেয়।

সকাল ১০টা থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জামায়াত কার্যালয়ে এসে জড়ো হয়। একপর্যায়ে কার্যালয়ের সামনের সড়ক লোকে লোকারন্য হয়ে যায়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে কারা নির্যাতিত জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, জেলা সেক্রেটারি প্রভাষক জাহিদুল ইসলামসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

দীর্ঘ ১৫ বছর ধরে দমন-পীড়ন সত্ত্বেও হাজার হাজার উচ্ছ্বসিত নেতাকর্মীর উপস্থিতি দেখে সবাই হতবাক বনে যায়। শহরের সাধারণ লোকজনের মুখে বলতে শোনা যায় জামায়াত কমে নাই; বরং বেড়েছে।

এর আগে বলপ্রযোগে বন্ধ থাকার পর সোমবার বিকেলে সিরাজগঞ্জ জেলা জামায়াত অফিসের তালা খুলে অফিসে বসেন দলটির নেতাকর্মীরা। আসর নামাজ আদায়ের পর নেতাকর্মীরা দোয়া অনুষ্ঠানে মিলিত হন। জুলুমবাজের অবসান হওয়ায় মহান আল্লাহপাকের শুকরিয়া আদায় করেন। বিজয়ের জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য মাগফেরাত কামনা ও শোক জ্ঞাপন এবং পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান নেতারা।

সিরাজগঞ্জ জেলা জামায়াত আমির মাওলানা শাহিনুর আলম এ প্রতিবেদককে বলেন ‘জামায়াত বিরোধী সব ধরনের নিষেধাজ্ঞা বিষয়ে আগামী দিনে জনগণই মোকাবেলা করবে ইনশাল্লাহ।’


আরো সংবাদ



premium cement
বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিলো বিএনপি যমুনা রেল সেতু উদ্বোধন জানুয়ারিতে, ট্রায়াল ট্রেনের যাত্রা শুরু চিন্ময়ের মুক্তি নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করতে ভারতকে অনুরোধ ইসকনের

সকল