২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিরাজগঞ্জে সংঘর্ষে নিহত ৪

সিরাজগঞ্জে সংঘর্ষে নিহত ৪ - প্রতীকী ছবি

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের ডাকা ‘অসহযোগ আন্দোলনের’ মধ্যে সিরাজগঞ্জে বিক্ষোভকারী, আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন।

এছাড়া জেলায় দুই সংসদ সদস্যের বাড়িঘর ও থানায় ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের লাশ নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষোভকারীরা প্রথমে সদর উপজেলার এসএস রোডে জড়ো হন এবং পরে বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভকারীদের প্রতিহত করতে গেলে সংঘর্ষ বাধে।

এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

এরপরপরই সদর উপজেলার বেশ কয়েকটি এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে, এতে আরো তিনজন নিহত ও অনেকে আহত হয়।

সিরাজগঞ্জ-২ ও ৬ আসনে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবে মিল্লাত ও মেরিনা জাহানের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এ সময় জেলা প্রশাসক ও সদর উপজেলার সহকারী কমিশনারের (এসিল্যান্ড) কার্যালয়ও ভাঙচুর করা হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানা ও কয়েকটি পুলিশ ফাঁড়িতে হামলা হয়। পাশাপাশি বেলকুচি থানা ঘেরাও করেন বিক্ষোভকারীরা।

বিকেল ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ রাস্তা ছেড়ে দিয়ে নিরাপদ স্থানে অবস্থান করছে।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
কুমিল্লা সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ

সকল