২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গায়ে জাতীয় পতাকা জড়িয়ে রাস্তায় বিএনপি নেতা মিনুর স্ত্রী

গায়ে জাতীয় পতাকা জড়িয়ে রাস্তায় বিএনপি নেতা মিনুর স্ত্রী - ছবি : নয়া দিগন্ত

রাজশাহীতে বৃষ্টির মধ্যে জাতীয় পতাকা গায়ে জড়িয়ে রাস্তায় নেমেছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনুর স্ত্রী অধ্যক্ষ সালমা শাহাদাৎ।

মাদারবক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্বে রয়েছেন তিনি। এসময় কিছুসংখ্যক শিক্ষার্থীও তার সাথে ছিলেন।

শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে দেশব্যাপী শিক্ষার্থী হতাহতের ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি এ কর্মসূচি পালন করেন।

এর আগে বেলা ১১টার দিকে কোটা আন্দোলন ঘিরে নিহতদের হত্যাকারীদের বিচার এবং আটককৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবিতে ‘মায়েদের আয়োজনে’ রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধনের ডাক দেয়া হয়েছিল। এতে নেতৃত্ব দেয়ার কথা ছিল বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর সহধর্মিণী অধ্যক্ষ সালমা শাহাদাতের।

তবে প্রতিকুল আবহাওয়ার কারণে সেখানে পরিকল্পনামাফিক কর্মসূচি পালন না হলেও তিনি কিছুসংখ্যক শিক্ষার্থীকে সাথে নিয়ে বৃষ্টির মধ্যেই রাস্তায় নেমে প্রতিবাদ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী অধ্যক্ষ সালমা শাহাদাৎ গায়ে জাতীয় পতাকা জড়িয়ে এবং হাতে পতাকা নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে কিছুসংখ্যক শিক্ষার্থীকে সাথে নিয়ে মানববন্ধন করতে সাহেববাজার জিরোপয়েন্টে এলাকায় আসেন। তবে সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা সেখান থেকে সালমা শাহাদাতকে সরে যেতে বলেন। এরপর তিনি পাশেই থাকা আরডিএ মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সেখান থেকে চলে যান।

অধ্যক্ষ সালমা শাহাদৎ গণমাধ্যমকে বলেন, সারাদেশেই বহু কোমলমতি মেধাবী শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। আমারো সন্তান রয়েছে। মূলত আমি মা ও অভিভাবক হিসেবে বিবেকের তাড়নায় রাস্তায় নেমেছি। আর যাতে কোনো সন্তানের মায়ের বুক এভাবে খালি না হয় সেই দাবিতেই জিরোপয়েন্টে এসেছিলাম।

তিনি আরো বলেন, ঢাকার গাজীপুরে এক শিক্ষার্থী মারা গেছে। সে আমার ছেলের বন্ধু। ছেলেটি অত্যন্ত মেধাবী ছিল। সে ড্রোন বানাতো। আরেক ছেলে মুগ্ধ। সেও অনেক সফল ফ্রিল্যান্সার। দুই ছেলের মতো অসংখ্য মেধাবীকে পাখির মতো গুলি করা হয়েছে। যা চরমভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সব মায়েদের উচিত রাস্তায় নেমে এর প্রতিবাদ জানানো। তাই আমিও আজ রাস্তায় নেমেছি।


আরো সংবাদ



premium cement
বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিলো বিএনপি যমুনা রেল সেতু উদ্বোধন জানুয়ারিতে, ট্রায়াল ট্রেনের যাত্রা শুরু চিন্ময়ের মুক্তি নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করতে ভারতকে অনুরোধ ইসকনের

সকল