২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাজশাহীতে ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

রাজশাহীতে ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড - ছবি : নয়া দিগন্ত

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ৪৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১২টা থেকে শুক্রবার (২ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহীতে এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এর আগে ১১ জুলাই সন্ধ্যা ৬টা ৪৫মিনিট থেকে ১২ জুলাই সকাল ৬টা পর্যন্ত রাজশাহীতে ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। আর এটিই ছিল এখন পর্যন্ত চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে বৃষ্টিপাতের কারণে রাজশাহী নগরীর নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে করে স্বস্তির বৃষ্টি অনেক এলাকায় হয়ে দাঁড়িয়েছে ভোগান্তির কারণ।

রাজশাহী নগরীর সাহেববাজার, মাস্টারপাড়া, জিরোপয়েন্ট, গণকপাড়া, লক্ষীপুর ভাটাপাড়া, উপশহর, বর্ণালির মোড়সহ অনেক নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে যানবাহন এবং মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। তবে বৃষ্টি থেমে গেলে কয়েক ঘণ্টার মধ্যেই এসব এলাকার সড়কে জমে থাকা পানি নেমে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, মৌসুমি বায়ুর কারণে দেশের বিভিন্ন স্থানের মতো রাজশাহীতেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাজশাহীতে বৃষ্টি শুরু হয়। এরপর থেকে শুক্রবারও থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া আরো অন্তত ১০ দিন এভাবেই থেমে থেমে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

সূত্রটি আরো জানায়, বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কিছুটা কমেছে। শুক্রবার বিকেল ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ এবং বিকেল ৩টায় ১০০ শতাংশ। মে মাসে তীব্র তাপপ্রবাহ কাটার পর গত ২৬ জুন রাজশাহীর সর্বোচ্চ তাপামাত্রা ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।


আরো সংবাদ



premium cement
রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফলাফল প্রকাশ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরে একজনের যাবজ্জীবন নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন ইমরান খানের মুক্তির দাবিতে ‘ডি চক’ যাত্রা, উত্তাল পাকিস্তান

সকল