গ্রেফতার শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তি না দিলে এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা
- বগুড়া অফিস
- ০১ আগস্ট ২০২৪, ১৯:৪৫
বগুড়ার বিভিন্ন কলেজের চলমান এইচএসসি পরীক্ষার্থীরা গ্রেফতার পরিক্ষার্থীদের মুক্তি না দেয়া পর্যন্ত পরীক্ষায় অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া ক্যন্টরম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও সাজাপুর ফুলতলা মাদরাসাসহ বেশ কিছু প্রতিষ্ঠানের এসএসসি ও আলিম পরিক্ষার্থী পরিক্ষা বর্জনের সিদ্ধান্ত নেয়।
তারা বিবৃতিতে জানায়, যতদিন পর্যন্ত অন্যায়ভাবে গ্রেফতার সকল এইচএসসি পরীক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকদের মুক্তি দেয়া না হয় ততদিন পর্যন্ত কোনো পরীক্ষার্থী রাজশাহী শিক্ষা বোর্ড ও ঢাকা মাদরাসা বোর্ডের এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশগ্রহণ করব না।
শাজাহানপুর সংবাদদাতা জানান, এইচএসসি পরীক্ষার্থী আরাফাত হোসেন বলেছেন ,কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার শিক্ষার্থীদের কারাগারে রেখে আমরা পরীক্ষায় বসতে পারি না।
তবে এ বিষয়ে জেলা বা উপজেলা শিক্ষা অফিসার বারাবর পরিক্ষা বর্জনের কোনো লিখিত আবেদন দেননি তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা