২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি

রাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি - ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক নেটওয়ার্কের পূর্বঘোষিত কর্মসূচি পালনের সময় শিক্ষার্থীদের আটকের চেষ্টা করে পুলিশ। এ সময় শিক্ষার্থীদের রক্ষা করতে শিক্ষকরা এগিয়ে এলে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়।

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের সময় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ ঘটনা ঘটে।

ধস্তাধস্তির মধ্যে দুই শিক্ষার্থীকে তুলে নেয়ার অভিযোগ করেন শিক্ষকরা। এ সময় ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদশীরা জানান, আজকের কর্মসূচিতে যোগ দিতে বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী রাবির শহীদ বুদ্ধিজীবী চত্বরে জড়ো হন। তারপর সেখান থেকে মুখে লাল কাপড় বেঁধে শিক্ষকদের সাথে মৌন মিছিল শুরু করেন তারা।

প্রায় ঘণ্টাখানেক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এসে মৌন মিছিল শেষ হয়।

মৌন মিছিল শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করার সময় সাদা পোশাকের অস্ত্রধারী কয়েকজন শিক্ষার্থীদের তুলে নেয়ার চেষ্টা করে।

পরে শিক্ষার্থীদের চিৎকারে সেখানে শিক্ষকরা উপস্থিত হয়ে ছাত্রদের ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেন। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সাদা পোশাকের পুলিশের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের হস্তক্ষেপে তাদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হেমায়েতুল ইসলাম জানান, পুলিশের সাথে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। তিনি নিশ্চিত করেছেন, কিছু শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল এবং পরে ছেড়ে দেয়া হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফলাফল প্রকাশ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরে একজনের যাবজ্জীবন নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন ইমরান খানের মুক্তির দাবিতে ‘ডি চক’ যাত্রা, উত্তাল পাকিস্তান জিম্বাবুয়েকে ১৪৫ রানে গুটিয়ে দিলো পাকিস্তান

সকল