২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দিনাজপুরে শিক্ষার্থীদের কর্মসূচি থেকে অভিভাবকসহ আটক ১০

দিনাজপুরে শিক্ষার্থীদের কর্মসূচি থেকে অভিভাবকসহ আটক ১০ - ছবি : নয়া দিগন্ত

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি থেকে শিক্ষার্থী-অভিভাবকসহ অন্তত ১০ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে দিনাজপুর গোর-এ শহীদ ময়দানের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে তাদের আটক করা হয়।

এর আগে, শহীদ মিনার পাদদেশে মাথায় লাল ফিতা বেঁধে সমবেত হয় শিক্ষার্থীরা। তারা তাদের পূর্ব ঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শুরু করেন। এ সময় তারা স্লোগান দেয় ‘তোমার কোটা তুমি নাও, আমার ভাইকে ফিরিয়ে দাও’, ‘তুমি নই আমি নই, রাজাকার রাজাকার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’।

শিক্ষার্থীদের হাতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ডও বহন করে। তাতে লিখা ছিল, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘আসছে ফাল্গুন, আমরা কিন্তু দ্বিগুণ হবো।’

আটককালে প্রিজনভ্যানে ওঠার সময় শিক্ষার্থীরা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা কোনো ঝামেলা করিনি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিবাদ জানাতে এসেছিলাম। আমরা কিচ্ছু করিনি।’

আটকদের মধ্যে পাঁচজন ছেলে শিক্ষার্থী, চারজন মেয়ে শিক্ষার্থী ও একজন অভিভাবক রয়েছেন। তাদের সকলকে দিনাজপুর কোতয়ালী থানায় নেয়া হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।

শিক্ষার্থী ও অভিভাবক আটকের বিষয়টি স্বীকার করেন দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন।


আরো সংবাদ



premium cement