মাদক নিয়ে বিরোধে রাজশাহীতে দুই পক্ষের সংঘর্ষে যুবক খুন
- রাজশাহী ব্যুরো
- ২৮ জুলাই ২০২৪, ১৯:৪৯
মাদক নিয়ে বিরোধের জেরে রাজশাহীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাব্বির আহম্মেদ (২২) নামের এক যুবক খুন হয়েছেন। শনিবার (২৭ জুলাই) দিবাগত মধ্যরাতে নগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম এলাকার খোরশেদের মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির ছোটবনগ্রাম এলাকার হায়দার আলীর ছেলে।
এ ঘটনায় নিহতের বাবা হায়দার আলী চন্দ্রিমা থানায় হত্যা মামলা করেছেন। মামলার পরে এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, মাদক নিয়ে বিরোধের জেরে শনিবার গভীর রাতে নগরীর খোরশেদের মোড়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একজনকে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় নিহত সাব্বিরের বাবা থানায় হত্যা মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে বলেও জানান ওসি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা