২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাবিতে কোটা আন্দোলনে ভাঙচুর, ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা

- ছবি : নয়া দিগন্ত

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ৪ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ নয়টি ভবনের প্রায় ১৫৮টি কক্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

রোববার বেলা ১১টায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন আবাসিক হল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সাংবাদিকদের এসব কথা বলেন।

ভিসি বলেন, গত ১৬ তারিখ বিশ্ববিদ্যালয়ে যে ধ্বংসযজ্ঞ ঘটেছে এতে প্রশাসনিক ভবনসহ নয় হলের প্রায় ১৫৮টি কক্ষে ভাঙচুর করা হয়েছে। এতে আনুমানিক ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির মধ্যে ছিল রুম ভাঙচুর, সাইকেল ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং বেশ কয়েকটি ল্যাপটপ ভাঙচুর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের হল কবে নাগাদ খোলা হতে পারে এমন প্রশ্নের জবাবে ভিসি বলেন, দ্রুত সময়ের মধ্যে আমরা হল খুলতে চাই কিন্তু তার আগে হলগুলো ঠিকঠাক করতে হবে। আমরা ইতোমধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটিকে আট সপ্তাহ সময় দেয়া হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় ও তদন্ত প্রতিবেদন শেষ হলেই আমরা হলগুলো মেরামতের কাজ শুরু করবো। হল মেরামতের কাজ শেষ হলেই হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এ সময় হল পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-ভিসি অধ্যাপক হুমায়ুন কবীর, রেজিস্ট্রার অধ্যাপক তরিকুল হাসান, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান প্রমুখ।


আরো সংবাদ



premium cement