বগুড়া বিএনপি অফিসে আগুন দিয়েছে যুবলীগ-ছাত্রলীগ : বাদশা
- বগুড়া অফিস
- ১৭ জুলাই ২০২৪, ১৮:৫৪
বগুড়া জেলা বিএনপি অফিসে আগুন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা। বুধবার বেলা ১১টার দিকে শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে বেলা সাড়ে ১০টা থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়। বেলা ১১টার দিকে দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা সমাবেশস্থলে উপস্থিত হয়ে নেতাকর্মীদেরকে কার্যালয় ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানান। এরপর জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে আলোচনা শেষে সমাবেশ করেন।
সমাবেশে তিনি বলেন, ছাত্রদের আন্দোলনে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। মঙ্গলবার বিএনপি অফিসে কোনো নেতাকর্মী ছিল না। সন্ধ্যার পর যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা অফিসের তালা ভেঙে আগুন দেয় এবং অফিস কর্মী মোকছেদকে মারপিট করেছে। এরপর অফিসের আসবাবপত্র রাস্তায় নিয়ে আগুন ধরিয়ে দেয়। নিজেদের অফিস রক্ষা করতে না পেরে কাপুরুষের মতো বিএনপি অফিসে আগুন দেয়া হয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা মাফতুন আহমেদ খান রুব্লেল, হামিদুল হক চৌধুরী হিরু, মনিরুজ্জামান মনি প্রমুখ।
এর আগে মঙ্গলবার রাতে জেলা বিএনপি, শহর বিএনপি ও জেলা শ্রমিক দল অফিসে আগুন দেয় যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে তিনটি অফিসের সবকিছু পুড়ে গেছে। এ ছাড়া ঘটনার পর রাতেই জেলা বিএনপি তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল সমাবেশ করে।
এদিকে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে শহরের নারুলী ইদগাহ মাঠে জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশ ও ছাত্রলীগের হামলায় নিহতদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ দলের নেতাকর্মীরা অংশ নেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা