১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

রাবির ক্রিয়াশীল ছাত্রসংগঠনের ৫ নেতাকর্মীকে ছাত্রলীগের মারধর

রাবির ক্রিয়াশীল ছাত্রসংগঠনের ৫ নেতাকর্মীকে ছাত্রলীগের মারধর - ছবি : নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে অবস্থান করায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের পাঁচ নেতাকর্মীকে মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে আহত অবস্থায় তাদেরকে প্রক্টর অফিসে নিয়ে যান সংগঠনের অন্য সদস্যরা।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলা ভবনের সামনের আম বাগানে এ মারধরের ঘটনা ঘটে।

পরে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ক্রিয়াশীল ছাত্রসংগঠন নেতাকর্মীরা। এদিকে এর প্রতিবাদ জানিয়ে আজ রাতে মশাল মিছিল করবেন তারা।

মারধরে আহত হওয়া শিক্ষার্থীরা হলেন বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ, ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন, ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য আল আশরাফ রাফী, ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকারসহ সাধারণ শিক্ষার্থী ইব্রাহিম।

অভিযুক্ত নেতাকর্মীরা হলেন, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মনু মোহন বাপ্পা ও ছাত্রলীগকর্মী প্রিন্সসহ অজ্ঞাতনামা আরো ৩০জন নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা চা খাওয়ার উদ্দেশে মমতাজ উদ্দিন কলা ভবনের সামনে গেলে সেখানে ছাত্রলীগের সহ-সভাপতি মনু মোহন বাপ্পা ও বাংলা বিভাগের ছাত্রলীগ কর্মী প্রিন্সের নেতৃত্বে প্রায় ১২-১৩টি মোটরসাইকেল যোগে ৩০ জন নেতাকর্মী তাদেরকে অতর্কিত হামলা চালায়। এ সময় কয়েকজন নেতাকর্মীকে মাটিতে পড়ে গেলে তাদের লাথি-কিল-ঘুসি মেরে আহত করা হয়। এবং কয়েকজনের শার্ট টেনে ছিড়ে ফেলেন।

ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা জানান, আমরা চা খেতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমাদের কয়েকজন নেতাকর্মীকে মারতে মারতে ডিনস ভবনের সামনে নিয়ে আসে। একপর্যায়ে আমাদেরকে হলে চলে যাওয়ার জন্য বলে তারা চলে যান।

ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন বলেন, আমরা পরিবহন থেকে চা খাওয়ার উদ্দেশে আম তলায় যাই। সেখানে মনু মোহন বাপ্পার নির্দেশনায় কয়েকজন ছাত্রলীগের নেতা আমাদের অতর্কিত হামলা চালায়। এ সময় ওরা আমাদেরকে বলে তোরা কারা? এখানে কি করছিস? এ বলেই আমাদেরকে মারধর শুরু করেন। আমরা এ বিষয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছি এবং আজ রাতেই এর প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: আসাবুল হক বলেন, আমরা অভিযোগ পেয়েছি। আহতদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া শেষে আমরা তাদের অভিযোগের ভিত্তিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
যেভাবে শহিদ হন ইয়াহিয়া সিনওয়ার অন্তর্বর্তী সরকারে যোগ হতে পারে নতুন মুখ! শুক্রবার ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ ছাত্র অসন্তোষের জেরে পাঞ্জাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাশিয়াকে সমর্থন প্রশ্নে বেইজিংকে ‘চ্যালেঞ্জ’ করতে চীনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া মানে অপরাধকে প্রশ্রয় দেয়া : ভারতকে রিজভী রিপাবলিকান-সমর্থিত নির্বাচনী বিধি বাতিলের রায় জর্জিয়ার বিচারকের ইইউ বৈঠকে জয়ের পরিকল্পনা পেশ জেলেনস্কির বাংলাদেশের জন্য ভারতের ভিসা জটিলতার সমাধান কবে হবে ২০২৫ সালের মধ্যে আগামী নির্বাচন সম্ভব হতে পারে : আসিফ নজরুল গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টায় কাতার-যুক্তরাষ্ট্রের আলোচনা

সকল