ঈশ্বরদীতে শিশু জিহাদ হত্যাকারীর বিচার দাবিতে সড়ক অবরোধ
- ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
- ১১ জুলাই ২০২৪, ১৯:১৪
ঈশ্বরদীতে শিশু জিহাদ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক আবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন, এলাকাবাসী ও স্কুলের সহপাঠী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড়ে আয়োজিত কর্মসূচিতে হাজারো গ্রামবাসী, পথচারী, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা সমবেত হন। এ সময় রাস্তার দু’পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে এলাকাবাসী, শিক্ষার্থীরা জানান, শিশু জিহাদকে নৃশংসভাবে হত্যাকারীর সুষ্ঠু বিচার এবং হত্যাকারীর ফাঁসি চেয়ে প্রধানমন্ত্রীর সহযোগীতা কামনা করেন।
আফজাল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দাশুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বকুল সরদার, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি ইউনিয়ন পরিষদ সদস্য জুয়েল রানা, নিহত জিহাদের মা-সহ অনেকেই।
এ সময় বক্তারা সরকারের উচ্চ মহলের কাছে দাবি করে বলেন, শিশু জিহাদকে বলাৎকারের পর হত্যা করা হয়েছে, হত্যাকারীর ফাঁসি দিতে হবে। আমরা চাই এমন কাজ যাতে যেন কেউ আর না করে। তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সেইসাথে যত মাদককারবারি আছে তাদের ধরে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।
মানববন্ধন শেষে দাশুড়িয়া ট্রাফিক মোড় থেকে দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করা হয়। প্রায় আধা ঘণ্টা যাবৎ রাস্তা অবরোধ করে বিক্ষোভ হয়। পরে পুলিশ এসে গাড়ি চলাচল স্বাভাবিক করে।
উল্লেখ্য, গত শুক্রবার (৫ জুলাই) ঈশ্বরদী থানাধীন মুনসিদপুর গ্রামের মালদ্বীপ প্রবাসী হাসেম আলীর তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের শিশু সন্তান জিহাদকে বলাৎকারে ব্যর্থ হয়ে হত্যা করেন আসামি আসিফ। পরে থানায় মামলা হলে পুলিশ আসিফকে আটক করে হাজতে পাঠায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা