২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বগুড়ার শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বগুড়ার শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু - প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জের ধরে সুফিয়া বেগম (৩৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম।

তিনি শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া গড়েরবাড়ী গ্রামের লিটন মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, লিটন পেশায় চাতাল শ্রমিক। পারিবারিক কলহ প্রায় লেগেই থাকত তাদের মধ্যে। গত বুধবার সকালে লিটন তার স্ত্রী সুফিয়া বেগমকে পারিবারিক কলহের জের ধরে মারধর করে চাতালে চলে যায়। পরে দুপুরে এসে আবারো স্ত্রী সুফিয়া বেগমকে মারধর করে স্বামী লিটন চাতালে চলে যায়। এতে সুফিয়া বেগম অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাত সাড়ে ৯টার দিকে মারা যায়।

ছেলে সুবর (১৪) জানান, বাবা-মাকে মারধর করে চাতালে চলে যায়। এরপর মা প্রতিবেশীদের বাড়ি থেকে গ্যাসট্যাবলেট নিয়ে খায়। পরে অসুস্থ হলে আমরা হাসপাতালে নেই। হাসপাতালে নেয়ার সময় মা বলছিল আমি গ্যাসট্যাবলেট খেয়েছি আমাকে আর বাঁচাতে পারবে না।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল ও হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে।


আরো সংবাদ



premium cement
পুঁজিবাজারে আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা পূবালী ব্যাংক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি চুয়েটে ‘পাবলিক প্রকিউরমেন্ট এন্ড ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা বিসিকের ৩ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে শিল্প উপদেষ্টা সাউদার্ন ইউনিভার্সিটির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ সৌদি মুয়াল্লিম ও হজ এজেন্সি মালিকদের সাথে সোশ্যাল ইসলামী ব্যাংকের মতবিনিময় সোনাদিয়ায় ইকো ট্যুরিজম পার্ক নির্মাণে ইজারা চুক্তি স্থগিত সাউথইস্ট ব্যাংক ও বেঙ্গল গ্লাস ওয়ার্কসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ব্র্যাক ইউনিভার্সিটিতে বিজনেস কেস কম্পিটিশন বিজ ভার্স-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত অবৈধ অনুপ্রবেশকারী উচ্ছেদে বিউবোর সাফল্য

সকল