১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বগুড়ায় হল থেকে নার্সিং কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ায় হল থেকে নার্সিং কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

বগুড়ায় ছাত্রী নিবাস থেকে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলার ঠেংগামারা এলাকায় এম এম ছাত্রী নিবাসের তৃতীয় তলায় তার নিজ রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পত্নীচান এলাকার হাসান আলীর মেয়ে নাইমা হাসান নুপুর (১৯)। সে বগুড়া টিএমএসএস নার্সিং কলেজের বিএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বগুড়া সদর থানার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক আব্দুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে (৯ জুলাই) এম এম ছাত্রী নিবাসের মহিলা সিকিউরিটি গার্ড তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া শব্দ না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে রুমে ঢুকে দেখতে পান নুপুর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আমরা তার লাশ উদ্ধার করেছি এবং তার রুম তল্লাশি করে বেশ কিছু চিরকুট পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করছি প্রেমের সম্পর্কে জড়িয়ে সে এমন সিন্ধান্ত নিয়েছে।

হলের সিকিউরিটি গার্ড শাহানা বেগম জানান, রুমের দরজা লাগিয়ে ছিল নুপুর। পাশের রুমের দুইজন ছাত্রী হাসপাতালে ডিউটিতে যাওয়ার সময় নুপুরকে ডাকাডাকি করে তার কোনো সাড়া না পেয়ে চলে যাওয়ার সময় নিচে আমাকে বিষয়টি জানান। আমি নুপুরের রুমের দরজা ধাক্কালে কোনো সাড়া না পেয়ে দরজার সামান্য ফাঁক দিয়ে দেখি সে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। পরে দরজা ভেঙে পুলিশকে খবর দিলে পুলিশ নুপুরের লাশ উদ্ধার করে।

বগুড়া সদর থানার ফুলবাড়ী ফাঁড়ীর পুলিশ পরিদর্শক মো: রেদওয়ানুর রহিম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের রুম থেকে বেশ কিছু চিরকুট সংগ্রহ করেছে পুলিশ।


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল