০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`

বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু - প্রতীকী ছবি

ঠাকুগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঘুমের ঘরে বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূ সাহাবানু আক্তার (৪০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুলাই) ভোররাতে বিষাক্ত সাপ ওই গৃহবধূ কামড় দেয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাহাবানু আক্তার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের নিটলডোবা গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতের খাবার খেয়ে সন্তানদের নিয়ে শয়ন ঘরের বিছানায় ঘুমিয়ে পড়েন তিনি। এ সময় রোববার ভোররাতে বিষাক্ত সাপ তাকে ছোবল মারে। এতে সে চিৎকার দেয়। তার চিৎকারে পার্শ্বে থাকা তার স্বামী জয়নাল আবেদিন সাড়া দিয়ে বাতি জ্বালিয়ে দিলে ওই সময় বিষাক্ত সাপটি পালিয়ে যেতে দেখে। পরে তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে। সেখানে নিয়ে যাবার পথে গৃহবধূ সাহাবানু আক্তার মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এ ব্যাপারে স্থানীয় পাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি রুবেল বিষয়টি নিশ্চিত করেন।


আরো সংবাদ



premium cement