রাবি ক্যাম্পাসে রিকশা ভাড়া নির্ধারণ, চালকদের থাকবে পোশাক
- রাবি প্রতিনিধি
- ০৭ জুলাই ২০২৪, ১৬:৩৬
শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রিকশা ভাড়া নির্ধারণ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন একইসাথে চালকদের জন্য থাকবে আলাদা পোশাক।
রোববার (৭ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে প্রাথমিকভাবে ৩০ জন রিকশাচালকের মাঝে এ পোশাক বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক।
নির্দিষ্ট সেই পোশাক দেখেই ক্যাম্পাসের রিকশাচালকদের চিনতে পারবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যেখানে পোশাকের পেছনে লেখা রয়েছে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়।
খোঁজ নিয়ে জানা যায়, ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন সময় ভাড়া নিয়ে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। এ নিয়ে অনেক আগে থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসের মধ্যে নির্দিষ্ট রিকশাচালক রাখতে দাবি জানিয়ে আসছিলেন। ফলে ক্যাম্পাসের অভ্যন্তরে চালকদের দেখেই যেন শিক্ষার্থীরা বুঝতে পারেন তারা বিশ্ববিদ্যালয়ের রিকশাচালক। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে যেসব রিকশাচালক বিশ্ববিদ্যালয়ের পোশাক নিয়েছেন তাদেরকে ক্যাম্পাসেই ভাড়া চালাতে হবে এবং তাদেরকে ভাড়া সম্বলিত একটি লিফলেট দেয়া হয়। এ সময় শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া নেয়ার দাবি জানান প্রশাসন।
পোশাক পেয়ে রিকশাচালক মান্নান মিয়া বলেন, খুবই ভালো লাগছে বিশ্ববিদ্যালয়ের পোশাক পেয়ে। এখন থেকে আমরা ক্যাম্পাসের রিকশাচালক হয়ে গেলাম এবং বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্য হয়ে গেলাম।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, আমরা শিক্ষার্থী ও চালকদের মাঝে ভাড়া নিয়ে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এ জন্য আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। ক্যাম্পাসে ভাড়া নিয়ে অনেক সময় শিক্ষার্থীদের বিড়ম্বনায় পড়তে হয়। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে ক্যাম্পাসের অভ্যন্তরে ভাড়ার একটি তালিকা নির্ধারণ করেছি। লিফলেট আকারে বিভিন্ন জায়গায় তা টানিয়ে দেয়া হয়েছে। আমরা প্রথম পর্যায়ে ৩০ জনকে বিশ্ববিদ্যালয় লেখা সম্বলিত পোশাক দিয়েছি। সময় সাপেক্ষ সেটি আরো বাড়ানো হবে। পোশাক দেখে যেন আমার শিক্ষার্থীরা বুঝতে পারে এটা ক্যাম্পাসের রিকশা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা