২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পোরশায় পল্লী বিদ্যুৎ কর্মচারীদের কর্মবিরতি

পোরশায় পল্লী বিদ্যুৎ কর্মচারীদের কর্মবিরতি - ছবি : নয়া দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থা ও জরুরি গ্রাহক সেবা সচল রেখে নওগাঁর পোরশায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি চলছে। প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের পল্লী বিদ্যুৎ সমূহে শোষণ, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রাখা, গুণগত মানহীন মালামাল ক্রয় করে গ্রহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে এবং স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে বিআরইবি-পিবিএস একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক বা অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করণের দাবিতে এ কর্মসূচি পালন করছেন নওগাঁ পল্লী বিদ্যুৎ-২ এর পোরশা জোনের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার থেকে চলছে এ কর্মবিরতি।

‘বঙ্গবন্ধুর সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নেই’, ‘বৈষম্য নিপাত যাক, পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তিপাক’, স্লোগান নিয়ে কর্মবিরতিতে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।


আরো সংবাদ



premium cement