রায়গঞ্জে ভ্যানচালকে কুপিয়ে হত্যা
- রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
- ০২ জুলাই ২০২৪, ১৭:৩৭
সিরাজগঞ্জের রায়গঞ্জে কছিম উদ্দিন (৫০) নামের এক অটোভ্যানের চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২ জুলাই) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত কছিম উদ্দিন নিমগাছী বিলের পাড় এলাকার শফিকুল ইসলামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার। তিনি বলেন, মঙ্গলবার সকালে গোতিথা এলাকার নিমগাছী থেকে শালিয়াগাড়ী যাওয়ার রাস্তার পাশের ডোবায় একজনের লাশ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত কছিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা