রাজশাহীতে ৮১ ভরি স্বর্ণ উদ্ধার, চোরাকারবারি গ্রেফতার
- রাজশাহী ব্যুরো
- ৩০ জুন ২০২৪, ২১:০৯
রাজশাহীতে অভিযান চালিয়ে ৯৩ লাখ টাকা মূল্যের ৮১ ভরি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার বেলা পৌনে ১২টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকা থেকে এসব স্বর্ণের বারসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৩৬)। তিনি রাজশাহী নগরীর দামকুড়া থানার চর মাঝারদিয়াড়ের আব্দুর রশিদের ছেলে।
ঘটনার বর্ণনা দিয়ে মহানগর পুলিশ জানিয়েছে, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে এম আরিফুল হকের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযানে ডিউটি করছিল। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কয়েকজন অবৈধভাবে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশে কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় অবস্থান করছে। তারা স্বর্ণগুলো গুড়িপাড়া থেকে বঙ্গবন্ধু হাইটেক পার্কের রাস্তা দিয়ে নদী পথে নৌকা যোগে ভারতে নিয়ে যাবে।
পরে ডিবির সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই সালেকুর রহমান ও তাদের টিম দুপুর ১২টার দিকে কাশিয়াডাঙ্গা থানার বশরী গ্রামের শহর রক্ষা বাঁধে গোপনে অবস্থান নেন। কিছু সময় পরে তারা তিন ব্যক্তিকে সন্দেহজনকভাবে বাঁধের ওপর দিয়ে হেঁটে যেতে দেখেন। এ সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন কৌশলে পালিয়ে গেলেও আসামি দেলোয়ারকে গ্রেফতার করা হয়। এ সময় দেলোয়ারের কাছ থেকে একটি স্বর্ণের বার ও তিনটি স্বর্ণের বিস্কুট উদ্ধার হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১ ভরি।
জিজ্ঞাসাবাদকালে গ্রেফতারকৃত আসামি দেলোয়ার স্বর্ণের বার ও স্বর্ণের বিস্কুটের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। এছাড়া পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা