সোনাতলায় ব্রিজের নিচ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
- বগুড়া অফিস ও সোনাতলা সংবাদদাতা
- ৩০ জুন ২০২৪, ১৬:১৭
বগুড়ার সোনাতলায় আড়িয়ার চকন্দন কালিতলা ব্রিজের নিচ থেকে ফুলজান (৮০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
রোববার (৩০ জুন) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ফুলজান ওই এলাকার আকালু খন্দকারের স্ত্রী।
জানা যায়, স্থানীয়রা ব্রিজের নিচে একটি হাত ভাসমান অবস্থায় দেখতে পায়। তারা কাছে গিয়ে দেখে যে একটি লাশ পড়ে আছে। পরে লাশটির পরিচয় নিশ্চিত করে বাড়িতে নিয়ে যায় স্বজনরা।
ফুলজানের নাতি হাসান খন্দকার বলেন, ‘আমার দাদি বার্ধক্যজনিত কারণে ঠিকমতো চলাফেরা করতে পারেন না। তিনি বিছানাতেই প্রস্রাব-পায়খানা করতেন। ধারণা করছি, প্রস্রাব-পায়খানা পরিষ্কার করতে গিয়েই পানিতে ডুবে মারা গেছেন দাদি।’
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা বলেন, ‘বৃদ্ধা ফুলজান বিছানায় প্রস্রাব-পায়খানা ডোবায় পরিষ্কার করতে গেলে পানিতে ডুবে মারা যান। এখনো আমরা কোনো অভিযোগ পাইনি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা