০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

নন্দীগ্রামে প্রসূতি নিহত হলেও বেঁচে গেছে নবজাতক

নন্দীগ্রামে প্রসূতি নিহত হলেও বেঁচে গেছে নবজাতক -

বগুড়ার নন্দীগ্রামে দুই অটোরিকশার মধ্যে সংঘর্ষে যুথি খাতুন নামের এক প্রসূতি মা নিহত হলেও অলৌকিকভাবে সুস্থ রয়েছে তার তিন দিনের সন্তান।

শনিবার (২৯ জুন) বিকেল ৫টার দিকে নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের দলগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন যুথী খাতুনের মা ও তার ছোট ভাই।

নিহত যুথী উপজেলার ভাট শিমলা গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলা সদরের হেলথ কেয়ার ক্লিনিকে গত তিন দিন আগে যুথী খাতুন সন্তান প্রসব করে। শনিবার বিকেলে যুথী তার মা জেসমিন (৪৫) ও ছোট ভাই জিহাদের (১৭) সাথে সিএনজিচালিত অটোরিকশাযোগে নন্দীগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দলগাছা এলাকায় পৌঁছলে বিপরীতমুখি একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুটি অটোরিকশাই উল্টে একই পরিবারের তিনজন আহত হন। তবে তিন দিনের সন্তান অক্ষত থাকে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক যুথি খাতুনকে মৃত ঘোষণা করেন। অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। যুথি খাতুন নামের একজন মারা গেলেও তার তিন দিনের সন্তান অক্ষত রয়েছে।


আরো সংবাদ



premium cement