দুদকের মামলায় বগুড়ার আলোচিত শ্রমিকলীগ নেতা হেলাল কারাগারে
- বগুড়া অফিস
- ২৫ জুন ২০২৪, ১৯:২৭
৯ কোটি ৭০ লাখ ৩১ হাজার ৫৯ টাকা জ্ঞাত আয় বহির্ভুত অবৈধ সম্পদ অর্জনে দুদক’র মামলায় বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র জেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা সামছুদ্দিন শেখ হেলালের জামিন নামঞ্জুর করে জেলাহাজতে পাঠানো হয়েছে। এই মামলায় তার দ্বিতীয় স্ত্রী আবে জমজম নাজিরের জামিন মঞ্জুর করা হয়।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরের দিকে এই আসামি দম্পতি বগুড়া স্পেশাল জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে স্পেশাল জজ মো: শহিদুল্লাহ শুনানি শেষে হেলালের জামিন আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়ার পিপি এসএম আবুল কালাম আজাদ বলেন, সামছুদ্দিন শেখ হেলালের বিরুদ্ধে জ্ঞাত-আয়বহির্ভূত ৯ কোটি ৭০ লাখ ৩১ হাজার ৫৯ টাকা ৫৯ পয়সার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া যায়। তদন্ত শেষে দুদক বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাফিজুর রহমান আসামি সামছুদ্দিন শেখ হেলাল ও তদন্তে পাওয়া অপর আসামি তার দ্বিতীয় স্ত্রী আবে জমজম নাজীকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন বলেন, আদালতের নির্দেশে সামছুদ্দিন শেখ হেলালকে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এই দম্পত্তির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর চার্জশিট দাখিল করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা