২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
বগুড়ায় ঈদের রাতে জোড়া খুন

আ’লীগ নেতা গ্রেফতার হয়নি, শ্রমিক নেতা মিঠু রিমান্ডে

পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা
- ছবি : নয়া দিগন্ত

বগুড়ায় ঈদের রাতে আলোচিত জোড়া খুনের মামলার অন্যতম আসামি আওয়ামী লীগ নেতা টিপুসহ আর কোনো আসামি গ্রেফতার হয়নি। তবে প্রধান আসামি গ্রেফতার বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠুসহ চার আসামির প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা রিমান্ড আবেদন শুনানির পর এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: শাহীনুজ্জামান। ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘জোড়া খুনের ঘটনায় গ্রেফতার সৈয়দ কবির আহম্মেদ মিঠু, শেখ সৌরভ, নাইম হোসেন ও আজবিন রিফাতকে সাতদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামিরা এখন পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি আরো বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ওই চার আসামি ছাড়া আর কাউকে গ্রেফতার করা হয়নি। আমরা বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি। গত ঈদের দিন (১৭ জুন) রাতে শহরের নিশিন্দারা এলাকায় মো: রুমন শেখ ও নোমান আহম্মেদ নামে দুই যুবককে গুলির পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন মঙ্গলবার রাতে বগুড়া সদর থানায় ১৩জনের নাম উল্লেখ করে ২৮ জনের বিরুদ্ধে মামলা করেন নিহত শরিফের মা মোছা: হেনা বেগম।

মামলার এজাহারে বগুড়া শহরের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা পরিষদের সদস্য সৈয়দ সার্জিল আহম্মেদ (টিপু), তার বড় ভাই ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ (মিঠু) এবং বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহ মো: মেহেদী হাসানসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, যাতায়াতের পথ বন্ধ করে সড়কে প্রাইভেট কার দাঁড় করানো নিয়ে আওয়ামী লীগ নেতার সাথে বিতর্কের জেরে বগুড়া শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় দুই তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় হোসাইন ওরফে বুলেট নামের আরেকজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় প্রধান আসামি শ্রমিক নেতা মিঠুসহ চারজন গ্রেফতার হলেও বাকি আসামিরা এখনো পলাতক রয়েছেন।

এদিকে প্রধান আসামি সৈয়দ কবির আহমেদ মিঠুর মুক্তি এবং খুনের দায়ে ফাঁসির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা বিরাজ করছেন। মিঠুর মুক্তির দাবিতে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন মানবন্ধন শেষে ৩৯জুনের মধ্যে মুক্তির দাবি জানিয়ে পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছেন নেতারা।

অপরদিকে শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ একই দাবিতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। এতে সংগঠনের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন মণ্ডলসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

অপরদিকে মিঠু ও টিপুসহ অন্যান্য আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও শহর জুড়ে পোস্টারিং করা হয়েছে সচেতন এলাকাবাসীর ব্যানারে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।


আরো সংবাদ



premium cement
ঢাকা ইপিজেড ও সংলগ্ন এলাকায় ১২ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সাম্প্রতিক ঘটনায় উদ্বিগ্ন মির্জা ফখরুল আশুলিয়ায় টানা ৩২ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি শ্রমিকরা ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জবি শিক্ষার্থীদের রয়টার্সের মনগড়া সংবাদের প্রতিবাদ জানালো সিএমপি চাঁদাবাজি মামলায় তারেক রহমানসহ ৮ জনের অব্যাহতি ভিজিডির চাউল নিতে এসে ট্রলির ধাক্কায় ২ নারী নিহত মার্কিন দূতাবাসের উদ্দেশে খালেদা জিয়া আইনজীবী সাইফুল হত্যা : আটক ৩০, দুই মামলার প্রস্তুতি সমস্ত সভ্যতার জন্য ন্যায়বিচার, সমতা ও স্থায়িত্ব নিশ্চিত করার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার সাবেক কৃষিমন্ত্রী ১ দিনের রিমান্ড মঞ্জুর

সকল