বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সক্ষমতা আছে : মুশফিকুর রহিম
- বগুড়া অফিস
- ১৮ জুন ২০২৪, ১৭:১৭, আপডেট: ১৮ জুন ২০২৪, ১৭:২২
জাতীয় দলের উইকেট কিপার ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবারো তার নিজ বাড়ি বগুড়া সদরের মাটিডালীতে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন পরিবারের সদস্যদের সাথে। সোমবার সকাল ৮টায় শহরের মাটিডালী ধরমপুর ঈদগাহ মাঠে বাবা মাহবুব হামিদ তারা ও চাচা ও স্বজনদের সাথে মিলে ঈদের নামাজ আদায় করেন তিনি। এ সময় তিনি দেশ ও জাতির মঙ্গল কামনা এবং চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সফলতার জন্য দোয়া চান। শেষে সবার সাথে কোলাকুলি, শুভেচ্ছা বিনিমিয় ও ভক্তদের সাথে সেলফি তোলেন।
এ সময় মুশফিক সাংবাদিকদের বলেন, আমার বিশ্বাস টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। সামনে পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচ নিয়ে তিনি মনোযোগ দিতে চান বলে জানান।
তিনি জানান, বাংলাদেশ বিশ্বকাপে ভালো পারফর্ম করছে। এই দল সুপার এইট নিশ্চিত করেছে। এই দল সেমিফাইনালে যাবে, যার সব ধরনের সক্ষমতা আছে। বিশ্বকাপ শেষে পাকিস্তানের সাথে টেস্ট আছে সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি।
মুশফিকের বাবা বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব হামিদ তারা বলেন, গত ১৬ বছরের মধ্যে দুই ঈদে এই প্রথম ছেলেকে কাছে পেয়েছি। এর চাইতে বড় কোনো আনন্দ হতে পারে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা