২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
২৪ ঘণ্টায় তিন খুন

বগুড়ায় স্কুলছাত্র খুন, বন্ধু আটক

- ছবি : নয়া দিগন্ত

বগুড়ার সারিয়াকান্দিতে জিসান বাবু (১৩) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১১টার দিকে সুতানারা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে স্থানীয় লোকজন আলিফ (১৪) নামের জিসানের এক বন্ধুকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

নিহত জিসান বাবু পাশের ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় জোড় শিশুল উচ্চ বিদ্যালয়ের স্কুলে সপ্তম শ্রেণির ছাত্র।

আটককৃত আলিফ হটিয়ার পাড়া মধ্যপাড়ার জয়নাল আবেদীনের ছেলে।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সুতানারা এলাকায় পাথারে এক কিশোরের লাশ পাওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে স্থানীয় লোকজন আলিফ নামের তার (জিসান) এক বন্ধুকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

স্থানীয় সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুজ্জামান রাসেল বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি তিনজন পাথারের মধ্যে মারামারি করছিল। এর মধ্যে একজন ছেলে পালিয়ে গিয়ে জিসানের বাসায় খবর দেয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন জিসানকে মৃত অবস্থায় দেখতে পায়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে এবং ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে। এছাড়া লাশের মুখ দিয়ে রক্ত বের হয়েছে। এ ঘটনায় একজন আটক রয়েছে।

স্থানীয়দের ধারণা, একজন মেয়েকে কয়েক বন্ধু ভালোবাসে। প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

এর আগে, সকালে সদর উপজেলার সাবগ্রাম কুরশা এলাকা থেকে অটো-রিকশাচালক সম্রাটের লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়া শনিবার রাতে কাহালুতে ২৯ মামলার আসামি ব্রাজিলকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। জিসানের লাশ উদ্ধারের মধ্য দিয়ে বগুড়ায় ২৪ ঘণ্টায় তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।


আরো সংবাদ



premium cement
চট্টগ্রামে পুলিশের ৩ মামলা, আসামি ১৪৭৬ ইন্দুরকানী প্রেসক্লাবের নতুন সভাপতি নাসির, সম্পাদক মনির ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স প্রথম বর্ষের আগামীকালের পরীক্ষা স্থগিত হাসনাত-সারজিসকে ট্রাকচাপায় হত্যার চেষ্টা টিসিবির ওএমএস কার্যক্রমে যুক্ত হচ্ছে ১০ লাখ পোশাকশ্রমিক গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে : ভূমি উপদেষ্টা দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে : জাতীয় নাগরিক কমিটি চিন্ময়ের গ্রেফতার ইস্যুতে যে বার্তা দিলো ভারতের কংগ্রেস ‘আইনজীবিকে হত্যা করে ইসকন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে’ চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে আক্রমণাত্মক ভারত ‘ইসকনের ষড়যন্ত্রে পা দেবেন না’

সকল