২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
উপজেলা পরিষদ নির্বাচন

কেন্দ্রে ভোটার উপস্থিতি কম, অলস সময় কাটাচ্ছে আনসার সদস্যরা

- ছবি : নয়া দিগন্ত

বগুড়ার শেরপুরে চতুর্থ ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

জানা গেছে, এই উপজেলার মোট ১০৭টি কেন্দ্রে ভোট প্রদান করবেন ২ লাখ ৯৩ হাজার ২৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৩ হাজার ৭১৩ জন, মহিলা ভোটার ১ লাখ ৪৯ হাজার ৫৫৯ জন এবং হিজড়া একজন।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রতীক (আনারস), সহ-সভাপতি শাহ জামাল সিরাজী (মোটরসাইকেল), বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতা জাকারিয়া তারেক বিদ্যুৎ (ঘোড়া), সাবেক যুবলীগ নেতা এম এ হান্নান (জোড়া ফুল) ও জাতীয় পার্টির নেতা রুবেল আহম্মেদ প্রতীক (কাপ পিরিচ)। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ছয়জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটগ্রহণ চললেও অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে। ভোটার উপস্থিতি কম হওয়ায় ফাঁকা কেন্দ্রগুলোতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের অলস সময় কাটাতে দেখা গেছে।

এ দিকে, কেন্দ্রগুলো ফাঁকা হলেও অল্প সময়ের মধ্যে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে খুশি ভোটাররা। তবে, কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি ভালোই দেখা যায়।

সরেজমিনে সকাল সাড়ে ১০টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে, ভোটার উপস্থিতি একবারেই কম। ভোটারদের কোনো দীর্ঘ লাইন নেই। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।

কিন্তু ভোটাররা জানায়, মানুষের মধ্যে ভোটের আগ্রহ কম। এছাড়া প্রার্থীদের পক্ষ থেকে তাদের অ্যাজেন্ট বা কর্মী-সমর্থকরা তাদের কাছে কেউ ভোট চাননি। এই কারণে তারা নিজ নিজ কাজে যোগ দিয়েছেন। ভোট দিতে যাবেন কি-না এখনো সিদ্ধান্ত নেননি।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল মমিন বলেন, ‘তার কেন্দ্রে তিন হাজার ৭৫৪ ভোটের মধ্যে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৮০টি।’

তবে, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলেও জানান তিনি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: জাকির হোসেন জানান, নির্বাচনে সব ধরনের নিরাপত্তা পদক্ষেপ নেয়া হয়েছে। এই উপজেলায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

এছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার সদস্য, র‌্যাব, সাদা পোশাকে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
চট্টগ্রামে নিহত আইনজীবীর পরিচয় সম্পর্কে যা জানা যাচ্ছে হারল সাকিবের দল বাংলা টাইগার্স কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ হিলি দিয়ে ফের পেঁয়াজ ও আলু আমদানি শুরু চট্টগ্রামে পুলিশের ৩ মামলা, আসামি ১৪৭৬ ইন্দুরকানী প্রেসক্লাবের নতুন সভাপতি নাসির, সম্পাদক মনির ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স প্রথম বর্ষের আগামীকালের পরীক্ষা স্থগিত হাসনাত-সারজিসকে ট্রাকচাপায় হত্যার চেষ্টা টিসিবির ওএমএস কার্যক্রমে যুক্ত হচ্ছে ১০ লাখ পোশাকশ্রমিক গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে : ভূমি উপদেষ্টা দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে : জাতীয় নাগরিক কমিটি

সকল