স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকসহ ৩ জনের মৃত্যুদণ্ড
- বগুড়া অফিস
- ০৪ জুন ২০২৪, ১৯:১৬
বগুড়ায় পরকীয়া প্রেমের কারণে আশিক হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কুটিবাড়ী এলাকার ছফু খাঁর ছেলে শিবলু ওরফে ফকির, রামনগর এলাকার সিরাজুল ইসলাম তরফদারের ছেলে শান্ত মিয়া ওরফে সিয়াম এবং আমতলী এলাকার তরিকুল মণ্ডলের ছেলে নাইম মণ্ডল। এছাড়া যাবজ্জীবন দণ্ড পাওয়া মরহুম আশিকের স্ত্রী মিনা বেগম।
এ ব্যাপারে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুর রাজ্জাক খান জানান, পরকীয়ার জেরে মিনা বেগমের সাথে আশিক মিয়ার দীর্ঘদিন দাম্পত্য কলহ চলে আসছিল। একপর্যায়ে মিনা বেগম তার প্রেমিক শিবলু ফকিরের সাথে পরামর্শ করে আশিককে হত্যার পরিকল্পনা করে। ওই মোতাবেক শিবলু ফকির তার দুই সহযোগী নয়ন ও নাইম ইসলামকে সাথে নেয়।
আব্দুর রাজ্জাক জানান, ২০২০ সালের ২ অক্টোবর বিকেলে আশিক ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর নিখোঁজ ছিলেন। দু’দিন পর ৪ অক্টোবর সকালে উপজেলার ছাগলধরা গ্রামে বাঙালি নদীতে তার মুখ ঝলসানো লাশ পাওয়া যায়।
তিনি আরো জানান, আশিকের ভাই আনিস উদ্দিন রাতেই সারিয়াকান্দি থানায় মিনা বেগমসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত চার থেকে পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে পুলিশ চারজনকে গ্রেফতার করে। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার রায় দেন আদালত।