২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
নয়া দিগন্তে সংবাদ প্রকাশ

অবশেষে তাড়াশে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

গ্রেফতার রবিন - ছবি : নয়া দিগন্ত

নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের তাড়াশে বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি রবিনকে (২০) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।

শুক্রবার (৩১ মে) দুপুরে সিরাজগঞ্জ র‌্যাব-১২-এর সদর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ধর্ষক রবিন উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের মো: মানিক উদ্দিনের ছেলে।

তিনি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সিরাজগঞ্জ র‌্যাব-১২-এর অধিনায়ক মো: মারুফ হোসেন বিপিএম, পিপিএম, দিকনির্দেশনায় গত ৩০ মে রাতে র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি আভিযানিক দল তাড়াশ উপজেলার ধোপাগাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি রবিনকে গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, গত ২০ মে সন্ধ্যায় কিশোরীর নিকটাত্মীয় মারা যাওয়ার কারণে বাক প্রতিবন্ধী মেয়েকে তার মা তাদের ঘরে রেখে বাড়ির দায়িত্বে ভাসুর মানিক কর্মকারের কাছে দিয়ে যান। পরে আত্মীয় দাফন শেষে রাত ৯টার দিকে বাড়িতে এলে বাদির ভাসুর এবং শাশুড়িকে তাদের ঘরে বসে থাকতে দেখেন। এ সময় তার বাক প্রতিবন্ধী মেয়েকে দেখে শাশুড়িকে জিজ্ঞাসা করলে শাশুড়ি জানান, রবিন তার মেয়েকে ধর্ষণ করে পালিয়ে গেছে। এ ঘটনায় কিশোরীর মা তাড়াশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে র‌্যাব-১২-এর ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে আসামি মো: রবিনকে (২০) গ্রেফতার করতে সক্ষম হয়।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল