২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৪১ বছর ইমামতির পর সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বিদায়

৪১ বছর ইমামতির পর সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বিদায় - ছবি : নয়া দিগন্ত

নাটোরের বাগাতিপাড়ায় একটি মসজিদে টানা ৪১ বছর ইমামতির পর সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার (৩১ মে) জুমার নামাজ পর উপজেলার সদর ইউনিয়নের ক্ষিদ্রমালঞ্চি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো: মুনসুর রহমানকে ব্যতিক্রমী এই বিদায় দেয়া হয়।

ইমামের আনুষ্ঠানিক এই বিদায় উপলক্ষে নামাজ শেষে মসজিদের মধ্যেই এক স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় মসজিদ কমিটির সভাপতি আরশেদ আলী সভাপতির দায়িত্ব পালন করেন এবং মুসল্লি আব্দুল হালিমের সঞ্চালনায় বক্তব্য দেন মোসলেম উদ্দিন, সাইফুল ইসলাম চান্দু, আসমত আলী, আলাউদ্দিন, ইউপি সদস্য সেলিম রেজা, আব্দুল আজিজ এবং পার্শ্ববর্তী একটি মসজিদের ইমাম আব্দুল কুদ্দুস।

আরো উপস্থিত ছিলেন ওই এলাকার প্রায় হাজারখানেক মুসল্লি। তারা জানান, ১৯৮৩ সাল থেকে তিনি এই মসজিদের ইমামতি করে আসছিলেন। বার্ধক্যজনিত সমস্যার কারণে আজ বিদায় নিচ্ছেন তিনি। যা আমরা মেনে নিতে পারছি না। নামাজ শেখাসহ সামাজিক বিভিন্ন বিষয়ে হুজুরের কাছ থেকে সমাধান নেয়া হতো। হুজুর অনেক ভালো মানুষ। তিনি আমাদের এলাকার জন্য একজন অনুসরণীয় ব্যক্তি।

আরো জানা যায়, বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ইমামকে দেয়া হয় নগদ ৬২ হাজার ৭০০ টাকা ও বিভিন্ন উপহার সামগ্রী। পরে তাকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এ সময় এলাকার মুরব্বিসহ সর্বস্তরের মানুষ প্রিয় ইমামকে ঘোড়ার গাড়িতে করে ইমামের নিজ বাড়ি একই ইউনিয়নের শ্রীরামপুরে পৌঁছে দিয়ে আসেন।

বিদায়ী ইমামের ছোট জামাই শামীম রেজা বলেন, শিক্ষা জীবনে তিনি প্রথমে আব্দুল পুর জমি রেজিস্ট্রার অফিসে কয়েকদিন মুহরির সহকারী হিসেবে কাজ করছেন। সেখানে মিথ্যা কথা বলতে হয় বলে সেটি বাদ দিয়ে তখনই এই মসজিদের ইমামের দায়িত্ব নেন। তার কখনো টাকার প্রতি লোভ ছিল না। তিনি কখনো বেতন বাড়ানোর কথা নিজে থেকে বলেননি। মসজিদ কমিটি থেকে যা দিয়েছেন তাই নিয়েছেন।

মসজিদের সভাপতি সভাপতি আরশেদ আলী বলেন, তিনি আমাদের দীর্ঘদিনের ইমাম ছিলেন। এই সময়ে তিনি আমাদের এলাকার সকল মানুষের মাঝে মিশে গেছেন। এখন তার বয়স হয়েছে, তাই বিদায় নিতে হচ্ছে। বিদায় বেদনার হলেও এলাকাবাসী তা কষ্টে মেনে নিয়ে তার সম্মানে এই বিদায় সংবর্ধনার আয়োজন করেছেন।

বিদায়ী ইমাম মুনসুর রহমান হাদিস এবং কোরআনের পথে চলার জন্য সকলকে আহ্বান জানিয়ে এবং তার জন্য দোয়া চেয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়েছেন।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল