২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তাড়াশে নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে এলাকাবাসীর লিখিত অভিযোগ

নাদোসৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় - ছবি : নয়া দিগন্ত

ক্ষমতার অপব্যবহার, নিয়মবহির্ভূত ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে সিরাজগঞ্জের তাড়াশে নাদোসৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে সভাপতির আপন ভাইকে চাকরি দেয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে এ নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ সরকারি বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন শতাধিক এলাকাবাসী।

লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুস সালাম। তিনি জানিয়েছেন, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নাদোসৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: রফিকুল ইসলাম বাটুল বিভিন্ন সময় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ওই প্রতিষ্ঠানের প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তার অপকর্মের সহযোগিতা করতে তার আপন ছোট ভাই মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম বুলবুলকে বিদ্যুৎসাহী সদস্য করেছেন। প্রতিষ্ঠানটিকে পারিবারিক সম্পদ হিসেবে ব্যবহারের অপকৌশলের নিমিত্তে তরিগড়ি করে নাম সর্বস্ব পত্রিকায় গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় তার আরেক ছোট ভাই আরিফুল ইসলাম চঞ্চলকে প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রদানে আগামী শনিবার (১ জুন) নিয়োগ পরীক্ষার ধার্য্য করেছেন।

অবশ্য, সকল অভিযোগ অস্বীকার করে নাদোসৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: রফিকুল ইসলাম বাটুল বলেন, যথাযথ নিয়মেই ওই নিয়োগ সম্পন্ন হবে।

সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো: আফছার আলী বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল