রাণীনগরে উপজেলা চেয়ারম্যান পদে বিজীয় রাহিদ
- কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)
- ৩০ মে ২০২৪, ১০:২১
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁর রাণীনগর উপজেলায় রাহিদ সরদার কাপ-পিরিচ প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রদ্যুত কুমার প্রামানিক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুমা বেগম নির্বাচিত হয়েছেন।
রাণীনগর উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সুম এ ফলাফল ঘোষণা করেন।
বুধবার সকাল ৮টা থেকেবিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদার পেয়েছেন ২৩ হাজার ৪৬৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান কৈ মাছ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৫৪৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে প্রদ্যুত কুমার চশমা প্রতীকে ১৬ হাজার ৪১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জারজিস হাসান মিঠু টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৪৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুমা বেগম পদ্ম ফুল প্রতীকে ৩২ হাজার ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মর্জিনা বেগম প্রজাপ্রতি প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ২০ ভোট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা