২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে ২ নারীর মৃত্যু

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে ২ নারীর মৃত্যু - প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ মে) উপজেলার পূর্ব ঢাকা রোড নামক স্থানে ট্রাকের সাথে অটোচার্জারের ধাক্কা লেগে সাজু বেগম (৫০) নামের এক যাত্রীর মৃত্যু হয়। অপরদিকে গত মঙ্গলবার বিকেলে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের হাউসপুর গ্রামে পানিতে ডুবে রাজিয়া সুলতানা পান্না (৩৪) নামে এক শারীরিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়।

সাজু বেগম উপজেলার সান্তাহার ইউপি সান্দিড়া গ্রামের মোজাফফর রহমানের মেয়ে ও রাজিয়া সুলতানা পান্না উপজেলার চাঁপাপুর ইউপির হাউসপুর গ্রামের মোবারক আলীর মেয়ে।

জানা যায়, বুধবার সকালে সান্তাহার থেকে ছোট বাচ্চাদের দোলনা বোঝাই করে একটি অটোচার্জার নিয়ে কোথাও যাচ্ছিলেন চালক মিঠুন ঋষি ও যাত্রী সাজু বেগম। এ সময় উপজেলার পূর্ব ঢাকা রোড নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক অটোচার্জারকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন চালক ও যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় যাত্রী সাজু বেগমের মৃত্যু হয়।
অপরদিকে গত মঙ্গলবার দুপুরে চাঁপাপুর ইউপির হাউসপুর গ্রামে রাজিয়া সুলতানা পান্না নামের এক শারীরিক প্রতিবন্ধী নারী তার মাকে বলে বাড়ির পাশে একটি পুকুরে গোসল দিতে যায়। পরে দীর্ঘ সময় ধরে বাড়িতে না ফিরলে তার পরিবারের সদস্যরা তাকে খুঁজতে যায়। একপর্যায়ে আশপাশে বিভিন্ন পুকুরে নেমে খোঁজাখুঁজি করতে গেলে পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায়। এ সময় তাকে উদ্ধার করে নিকটবর্তী পল্লী চিকিৎসালয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় আইনি প্রক্রিয়াধীন চলমান এবং অপমৃত্যু মামলার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
সুপ্রিম কোর্টে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা ও বিক্ষোভ ঋণ তিন মাস প‌রিশোধ না করলে খেলাপি ‘গণঅভ্যুত্থানের বড় স্টেকহোল্ডার ছিল শিবির’ দাবি ইবি সমন্বয়কের যুক্তরাষ্ট্রে পরকীয়া করছেন নায়ক নিরব, অভিযোগ স্ত্রীর আইনজীবী হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে আজও উত্তাল চট্টগ্রাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাহাড় কাটা বন্ধের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের হাসনাত-সারজিসকে হত্যার চেষ্টা, ঢাবিতে বিক্ষোভের ডাক বিচারপতিকে ডিম ছুঁড়ে মারলেন আইনজীবীরা এবার প্রকাশ্যে এলেন বেরোবি শিবির সভাপতি রূপগঞ্জে সুতা কারখানায় আগুন নোয়াখালীতে পিলখানায় হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ

সকল