রাণীনগর-আত্রাইয়ে ১৩৭ কেন্দ্রের ৪৫টিই ঝুঁকিপূর্ণ
- কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)
- ২৮ মে ২০২৪, ১৭:১৪
নওগাঁর রাণীনগর এবং আত্রাই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বুধবার (২৯ মে)। এই দুই উপজেলার ১৩৭ কেন্দ্রের ৪৫টিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
এরমধ্যে রাণীনগর উপজেলায় ৭০টি কেন্দ্রের মধ্যে ২৩টি এবং আত্রাই উপজেলায় ৬৭টি কেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ (অধিক গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়।
রাণীনগর উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, আটটি ইউনিয়নে মোট ৭০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে ২৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ (অধিক গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এই উপজেলায় মোট ভোটার রয়েছেন এক লাখ ৬২ হাজার পাঁচজন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৮১ হাজার ৯৮৪ জন এবং নারী ভোটার রয়েছেন ৮০ হাজার ১৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দু’জন।
নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সাতজন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী।
অপর দিকে আত্রাই উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলা পরিষদ নির্বাচনে এই উপজেলায় মোট ৬৭টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে ২২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ (অধিক গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উপজেলায় মোট ভোটার রয়েছে এক লাখ ৭০ হাজার ১৫২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৬ হাজার ৩৭২ জন এবং নারী ভোটার রয়েছেন ৮৩ হাজার ৭৭৮ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুইজন।
নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আটজন,ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে তিনজন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ এবং আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করতে পারেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েকটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রাণীনগর উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সুম এবং আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস বলেন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষে ভোটার ও সর্বসাধারণের জন্য ব্যপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আসা করছি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ শেষ হবে।