২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু -

রাজশাহীর বাগমারা উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ইলিয়াস আহমেদ (৩০) নামে এক যুবক মারা গেছেন। টানা ১০ দিন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার তার মৃত্যু হয়।

নিহত ইলিয়াস বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের মাঝি গ্রামের মৃত সাজেদুর রহমানের বড় ছেলে।

জানা গেছে, এর আগে গত ১৪ মে বিকেলে বাগমারা উপজেলার আমতলী মোড়ে মোটরসাইকেলের গতিরোধ করে তার ওপর হামলা চালান প্রতিপক্ষরা। এতে তিনি গুরুতর আহত হন।

নিহতের স্বজনদের দাবি, জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে ইলিয়াস আহমেদের ওপর হামলা করেন প্রতিপক্ষরা। ওইদিন বিকেলে আমতলী বাজারে যাওয়ার উদ্দেশে বের হলে মোটরসাইকেল গতিরোধ করে তাকে এলোপাথাড়ি দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন। পরে ঘটনাস্থল থেকে ইলিয়াসকে উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

বাগমারা থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) সোহেব খান গণমাধ্যমকে জানান, ইলিয়াসের ওপর হামলার ঘটনায় গত ১৪ মে রাতে থানায় মামলা হয়েছিল। এরই মধ্যে একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার ছয়জন আসামি জামিনে রয়েছেন। ওই মামলাটিই এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। এছাড়া অভিযুক্ত বাকিদেরও গ্রেফতার করা হবে।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল