২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আত্রাই নদীতে বাঁধ দেয়ার অপরাধে ইউপি সদস্য গ্রেফতার

আত্রাই নদীতে বাঁধ দেয়ার অপরাধে ইউপি সদস্য গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

সিংড়ার আত্রাই নদীর পানি প্রবাহ বাধাগ্রস্থ করার অপরাধে আব্দুল মালেক নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

শুক্রবার (২৪ মে) সকাল ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সিংড়া থানায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন মৎস্য সংরক্ষণ আইনে গ্রেফতার ইউপি সদস্যসহ চারজনের নামে একটি মামলা করেন।

গ্রেফতার ব্যক্তি উপজেলার ৫ নম্বর চামারি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য এবং কৃষ্ণনগর গ্রামের মরহুম হামেদ মোল্লার ছেলে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন জানান, সিংড়ার চলনবিলের নদ-নদী ও খাল-বিলে উজানের ঢলের পানি প্রবেশ করতে শুরু করেছে। বৃহস্পতিবার আত্রাই নদীর বিলদহর এলাকায় বাঁশ ও বাঁনার বাঁধ দিয়ে পানি প্রবাহ বাঁধাগ্রস্থ ও মাছ শিকারের খবর পেয়ে সেখান থেকে ইউপি সদস্য আব্দুল মালেককে গ্রেফতার করে পুলিশ। পরে বাঁশ ও বাঁনার বাঁধ অপসারণ করে পানি প্রবাহ স্বাভাবিক করা হয়।

মৎস্য কর্মকর্তা আরো জানান, গ্রেফতার ইউপি সদস্য আব্দুল মালেক পূর্ব থেকেই মৎস্য ভাণ্ডার খ্যাত আনন্দ খাল অবৈধভাবে বিক্রি ও শুকিয়ে মাছ ধরার সাথে জড়িত।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঁকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল