রাণীনগরে ১৪ কেজি ওজনের লক্ষ্মী-নারায়ণ মূর্তি উদ্ধার
- কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)
- ১৯ মে ২০২৪, ১৪:৪৯, আপডেট: ১৯ মে ২০২৪, ১৭:৩৩
নওগাঁর রাণীনগরে পুকুর থেকে মাটি খননের পর ভরাট করা জায়গা থেকে ১৪ কেজি ৭০০ গ্রামের লক্ষ্মী নারায়ণের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে উপজেলার রাতোয়াল বাজার থেকে স্থানীয়রা এই মূর্তি উদ্ধার করে থানা পুলিশে জমা দেয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, রাতোয়াল গ্রামের শুকবর আলীর ছেলে খোকন মণ্ডলের পুকুর থেকে মাটি খনন করে রাতোয়াল বাজারে একটি জায়গা ভরাট করে। শনিবার সকালে ভরাটকৃত ওই জায়গায় মাটি ভেঙে সমতল করার সময় মূর্তিটি দেখতে পায় শ্রমিকরা। পরে থানায় খবর দিলে সেখান থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
তিনি বলেন, ১৪ কেজি ৭০০ গ্রাম ওজনের ওই লক্ষ্মী-নারায়ণ মূর্তিটি আইন প্রক্রিয়ার মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদফতরে জমা দেয়া হবে।
তবে মূর্তিটির কত দাম হতে পারে তা নির্ধারণ করা হয়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা