বগুড়ায় স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ
- শেরপুর (বগুড়া) সংবাদদাতা
- ১৪ মে ২০২৪, ১৬:২৯
বগুড়ার শেরপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রকে বলাৎকার করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
সোমবার রাতে ভুক্তভোগী স্কুলছাত্রের মা থানায় অভিযোগ দায়ের করেন। এর আগে, ওই দিন সকালে উপজেলার খানপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবকের খানপুর ইউনিয়নের ভাটড়া মধ্যপাড়া গ্রামের চান মিয়ার ছেলে গোলাম রসুল (২২)।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়ির পাশে কচুরিপানা দিয়ে খেলা করছিল ওই স্কুলছাত্র। এ সময় কচুরিপানা কাটতে ব্লেড কিনে দেয়ার কথা বলে তাকে ঘরের ভেতর ডেকে নিয়ে যায় গোলাম রসুল। পরে গলা টিপে ধরে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে তাকে।
ভুক্তভোগীর মা বলেন, ‘ঘটনার পর আমার ছেলে কাঁদতে কাঁদকে বাড়ি এলে আমি তাকে জিজ্ঞেস করি কেন কাঁদছে। কিন্তু সে তখন ভয়ে কিছু না জানিয়ে গোসল করে ঘরে যায়। এরপর বিকেলে সে বিছানায় শুয়ে পেট ব্যথা করছে বলে কান্নাকাটি করতে থাকে। এ সময় তাকে আবারো কী হয়েছে জিজ্ঞাসা করলে সে ব্যথা সহ্য করতে না পেরে তার পায়ুপথে বলাৎকার করেছে বলে জানায়। বলাৎকারের কথা জানা মাত্র তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে।’
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আমজাদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি জানেন না বলে জানান।
খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার বলেন, ‘বলাৎকারের ঘটনা আমার এখনো জানা নেই।’
তবে এ ধরনের ঘটনা ঘটলে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।’