১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মহাদেবপুরে ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

মহাদেবপুরে ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার - নয়া দিগন্ত

নওগাঁর মহাদেবপুরে গভীর রাতে রাস্তায় পথরোধের পর চালককে আহত করে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে তারেক হাসান (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে। এ ঘটনায় ভুক্তভোগী মিলন নামের এক যুবক মামলা দায়ের করেছেন।

সোমবার বিকেলে মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তারেকের বাড়ি থেকে ছিনতাই করা মোটরসাইকেল উদ্ধারসহ তাকে আটক করে।

মামলা সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল রাত সোয়া ১২টার দিকে উপজেলার ভালাইন গ্রামের শিবগঞ্জ থেকে বামনসাতাগামী রাস্তার ওপর ফিংঙ্গার পুকুর-সংলগ্ন যাত্রী ছাউনির সামনে অজ্ঞাতনামা তিন-চারজন দুষ্কৃতিকারী রাস্তার পথরোধের পর মিলনকে এলোপাতাড়িভাবে মারধর করে তাদের ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ও টাকা ছিনতাই করে নেয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রুহুল আমিন জানান, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে মহাদেবপুর থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনার জন্যে একটি শক্তিশালী চৌকশ পুলিশ টিম গঠন করা হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে সরাসরি জড়িত থাকায় মোটরসাইকেলটি উদ্ধারসহ তারেক হাসানকে গ্রেফতার করা হয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন।

এ মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement