১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল-আরোহী নিহত

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল-আরোহী নিহত - নয়া দিগন্ত

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল-আরোহী নিহত হয়েছেন। ঘাটত ট্রাকটি আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ মে) বিকেল ৫টায় ঠাকুরগাঁও-গড়েয়া সড়কের পুলিশ লাইন-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয় জানা যায়নি, বয়স আনুমানিক ৩৫ বছর।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বিকেল ৫টায় ঠাকুরগাঁও-গড়েয়া সড়কের পুলিশ লাইন-সংলগ্ন এলাকায় এক মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওই ব্যক্তি মৃত্যু হয়। এ সময় তার মুখের আকৃতি বিধস্ত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটির নাম জংশন ৮০ সিসি, নম্বর ঠাকুরগাঁও-হ-১৩-৩৮০৯। পরে পুলিশ ধাওয়া করে কালিবাড়ি ব্রিজের কাছে ঘাতক ট্রাকটি আটক করে। তবে ট্রাকচালক পালিয়ে যায়।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, নিহতের লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। লাশের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাকে শনাক্তে কাজ করবে পুলিশ।


আরো সংবাদ



premium cement